রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
কাতার বিশ্বকাপে কি আর খেলতে পারবেন নেইমার? ফোলা গোড়ালির ছবি ইনস্টাগ্রামে দিতেই ফুটবলপ্রেমীদের মনে এমন প্রশ্ন। যদিও এখনই নেইমারকে নিয়ে আশা ছাড়ছে না ব্রাজিল শিবির।
সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। তবে ওই ম্যাচে চোট পান ব্রাজিলের সুপারস্টার নেইমার। পরে জানানো হয়, আগামী দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ইনস্টাগ্রামে নেইমারের দেওয়া ছবিতে দেখা গেছে, ডান পায়ের গোড়ালি বেশ ফুলে রয়েছে। যা দেখে অনেকেই বলছেন, তার দ্রুত সেরে ওঠার তেমন সম্ভাবনা কমই। যদিও ব্রাজিল শিবির থেকে তার চোটের পরিস্থিতি নিয়ে কিছু বলা হয়নি।- বাংলা ট্রিবিউন