শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
রোলবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ নারী দলও। উদ্বোধনী দিনে পুরুষ দল ১৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল হংকংকে। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে নারীরা ৮-২ গোলে হারিয়েছে নেপালকে। ৫ গোল করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক হিয়া।
ম্যাচের তৃতীয় মিনিটেই হিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের মিনিটেই নেপালকে সমতায় ফেরান লিজা। ১১ মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ, গোলদাতা রাইসা। সাথী গোল করে বাংলাদেশকে প্রথমার্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে নেপালের সীমানায়। বাংলাদেশের ব্যবধান ৪-১ করেন নওশিন। অধিনায়ক হিয়া এরপর টানা দুই গোল করলে ব্যবধানে হয় ৬-১।
নেপালের লিজা নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করলে আবার ব্যবধান কমে। বাংলাদেশের অধিনায়ক হিয়া পর পর দুই গোল করলে সহজ জয়েই শুভ সূচনা হয় স্বাগতিক মেয়েদের। রোববার বিকেল সোয়া ৩টায় মিরপুর ইনডোরে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় ম্যাচ মাঠে নামবে ফিলিপাইনের বিপক্ষে।
ভেন্যু নম্বর ২ হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুরে আর্জেন্টিনা পুরুষ দল ৩-১ ব্যবধানে হারিয়েছে তানজানিয়াকে, ইংল্যান্ড পুরুষ দল ০-১১ গোলে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে। ভূটান ৭-১ গোলে হারিয়েছে হংকংকে, সেনেগাল-শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র, ডেনমার্ক ওয়াকওভার পায় ফিলিপাইনের বিপক্ষে ও ফ্রান্স পুরুষ দল ২ গোলে হারিয়েছে বেনিনকে, মায়ানমার পুরুষ দল ১০-০ গোলে হারিয়েছে হংকংকের পুরুষ দলকে।