বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের গ্রেফতার নিয়ে উদ্বেগ

আপডেট: জুন ২০, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহমুদুল হককে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করায় আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (২০ জুন) বিকালে এক বিবৃতিতে তারা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি এবং এই ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও সময়োপযোগী তদন্তের জোর দাবি জানাই। সেইসাথে বিবৃতিতে আরও জানানো হয়, আমরা সম্প্রতি লক্ষ্য করছি, দেশের নানান জায়গায় এমন মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা সকল প্রকার হয়রানি, মিথ্যা মামলা ও বৈষম্যের অবসান চাই।
মাহমুদুল হক কেবল একজন শিক্ষকই নন, তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সদস্য, দৈনিক ডেইলি স্টারের সাবেক মেট্রো এডিটর, ইউএনবি-র সাবেক সাব-এডিটর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

আমরা শিক্ষক সমাজ, সাংবাদিক, গবেষক, উন্নয়নকর্মী ও বিভিন্ন পেশার দায়িত্বশীল নাগরিকবৃন্দ মনে করি এই প্রহসনমূলক গ্রেফতার শুধুমাত্র একটি হয়রানির অংশ। আমরা মাহমুদুল হকের অবিলম্বে মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং এই ঘটনার স্বচ্ছ, নিরপেক্ষ ও বিচারিক তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ