শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
গুলিতে নিহত হয়েছেন বিশ্বের সবচেয়ে কুখ্যাত মানব পাচারকারীদের অন্যতম আব্দাল রহমান মিলাদ। তাকে ত্রিপোলিতে গুলি করে হত্যা করা হয়েছে বলে ইতালি ও লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।
বিজা নামে পরিচিত মিলাদ লিবিয়া কোস্ট গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি একটি গাড়িতে চড়ে ত্রিপোলির জানজোরে নৌ একাডেমি থেকে বের হওয়ার সময় নিহত হন।
ইতালীয় গোয়েন্দারা জানিয়েছে, গাড়িটি লক্ষ্য করে অজস্র গুলি ছোড়া হয়েছিল।
জাতিসংঘের একটি নিরাপত্তা প্রতিবেদনে বিজাকে সমুদ্রে গুলি চালানোর জন্য দায়ী একজন মানব পাচারকারী হিসেবে বর্ণনা করা হয়েছে।
তিনি কয়েক ডজন লোককে ডুবিয়ে মেরেছেন বলেও সন্দেহ করা হয়। তাকে ত্রিপোলি থেকে প্রায় ২৮ মাইল পশ্চিমে উত্তর-পশ্চিম লিবিয়ার জাওইয়া এলাকায় পরিচালিত একটি অপরাধমূলক সংগঠনের নেতা বলে মনে করা হয়।
বিজাকে হত্যার পেছনের কারণ স্পষ্ট নয়। তবে ইতালির এক সাংবাদকি জানিয়েছেন, বিজা প্রায়ই লিবিয়ার কর্তৃপক্ষ এবং মানব পাচারকারীদের মধ্যে লেনদেনের গোপনীয়তা প্রকাশ করার হুমকি দিয়েছিলেন।
তথ্যসূত্র: রাইজিংবিডি