বিশ্বের প্রথম ‘সৌর সড়ক’

আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৬, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বিশ্বের প্রথম সৌর সড়ক তৈরি করল ফ্রান্স। সড়কের সঙ্গে থাকা সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন করবে, যা সড়কের আলোর চাহিদা পূরণ করবে।
ফ্রান্সের ইকোলজি মন্ত্রী সেগোলেঁ রয়্যাল গত বুধবার উত্তর ফ্রান্সের নরম্যান্ডির তৌরৌভরে-অ-পার্চ গ্রামে এই সৌর সড়কের উদ্বোধন করেন। সড়কটির দৈর্ঘ্য এক কিলোমিটার।
সৌরশক্তি উৎপাদন সক্ষম সড়ক তৈরির ব্যয় তুলনামূলকভাবে অনেক বেশি। স্বাভাবিকভাবে সৌর প্যানেল তৈরি করতে যে পরিমাণ ব্যয় হয়, সড়কের সঙ্গে সৌর প্যানেল তৈরিতে খরচ ও সময় লাগে তার চেয়ে অনেক বেশি। তবে ব্যয় ও সময় কমিয়ে আরো কার্যকরী সৌর সড়ক তৈরিতে কাজ করছে নির্মাণ প্রতিষ্ঠান কোলাস।
সড়কটি নির্মাণে পাঁচ বছর লেগেছে। ব্যয় হয়েছে ৫২ লাখ ডলার। সড়কে ৩০ হাজার বর্গফুট সোলার প্যানেল বসানো হয়েছে।
সড়কটি স্বচ্ছ সিলিকন রেজিন দিয়ে ঢাকা হয়েছে। এর ওপর দিয়ে গাড়ি চলাচল করলে বিদ্যুৎ উৎপাদিত হবে, যা সোলার প্যানেলের মাধ্যমে সঞ্চিত হবে। সোলার প্যানেলগুলো খাড়াভাবে না থেকে সমতলে থাকায় বিদ্যুৎ উৎপাদন কম হবে। সূর্যের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে সাধারণত প্যানেলগুলো খাড়াভাবে বসানো হয়। বিদ্যুৎ উৎপাদন কম হলেও পরিবেশবান্ধব এ সড়ক সম্প্রসারিত করতে চায় ফ্রান্স সরকার। শিগগিরই তারা ১ হাজার কিলোমিটার সৌর সড়ক তৈরি করবে। তথ্যসূত্র : গ্লোবাল টাইমস ও এনগেজেট অনলাইন।