বিশ্বের শীর্ষতম ধনী জেফ বেজোস, টপকালো এলন মাস্ককে

আপডেট: মার্চ ৫, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক : টেসলা নির্মাতা ও টুইটারের সিইও এলন মাস্ককে টপকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
৯ মাসের বেশি সময় পর এলন মাস্ক ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান হারালেন। প্রথমবার এই তালিকায় সবার উপরে উঠে এলেন বেজোস। ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্সে জানা গেছে, সোমবার (৪ মার্চ) টেসলার শেয়ার ৭ দশমিক ২ শতাংশ পড়ে যায়। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, এর ফলে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

অন্যদিকে, সোমবার বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, এলন মাস্ক টেসলা ও টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স এবং নিউরালিঙ্কের প্রধান হিসেবে রয়েছেন। অন্যদিকে, বেজোস-এর নেতৃত্বে অ্যামাজন এখন ই-কমার্সের সাথে সাথে ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং আবেং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাও পরিচালিত হচ্ছে। এছাড়াও মহাকাশে মানুষবাহী যান পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’–-এর প্রতিষ্ঠাতা তিনি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ