বিশ্বের সবচেয়ে রোমান্টিক পুরুষ সালমান!

আপডেট: অক্টোবর ৪, ২০১৬, ১১:৪৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া বলিউড তারকাদের একজন সম্ভবত সালমান খান। কারও কারও দৃষ্টিতে তিনি উপযুক্ত ব্যাচেলরও বটে! প্রেমের সম্পর্কটা নানানজনের সঙ্গেই ভাগ বাটোয়ারা করেছেন তিনি।
কিন্তু কোনওটিই শেষ পর্যন্ত বিয়েতে গড়ায় নি। তবে সালমানের ভক্তরাও নাছোড়বান্দা। কোনও একদিন প্রিয় তারকাকে সত্যিকারে বরের সাজে দেখতে পাবেন বলে এখনও অপেক্ষায় রয়েছেন তারা।

zz
কবে প্রতীক্ষার অবসানের সেই দিনটি আসবে তা জানাতে না পারলেও নিজে যে মনেপ্রাণে রোমান্টিক একজন মানুষ তা স্বীকার করেছেন স্বয়ং সালমান খান। হ্যাঁ, পিংকভিলা.কমের এক প্রতিবেদন তেমনটাই বলছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘বিয়িং হিউম্যান’ নামের নিজস্ব মালিকানাধীন জুয়েলারি স্টোরের উদ্বোধন করতে গিয়ে সেখানে উপস্থিত থাকা সাংবাদিকদের নানা প্রশ্নের সন্মুখীন হন সাল্লু ভাই। সেসময় সালমান বলেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে রোমান্টিক মানুষ আমি।’
আংটি নিয়েও এক ধরনের ফোবিয়া বা আতঙ্ক থাকার কথাও স্বীকার করেন সালমান। তিনি বলেন, ‘বার বার হৃদয়ের ভাঙনের কারণে আংটির প্রতি ভীতি তৈরি হয়েছে বলে আমি মনে করি। এটা এখন আমার মধ্যে গভীরভাবে গেঁথে গেছে।’
হাস্যরসের জন্য বেশ পরিচিত সালমান। সেকারণেই হয়তো তার প্রতি মানুষের ভালোবাসাটাও বেশি। বলিউডের এ সুপারস্টার এখন কবির খানের ‘টিউবলাইট’ এর কাজ নিয়ে ব্যস্ত আছেন। তাছাড়া আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে দেখা যাবে তাকে। সূত্র : জি নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ