বিশ্বের সবথেকে লম্বা এই মহিলা, বিমানে যাতায়াত করেন স্ট্রেচারে শুয়ে!

আপডেট: জানুয়ারি ৭, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বিশ্বের সবথেকে লম্বা নারী রুমেসা গেলগি। সম্প্রতি তাঁর বিমানযাত্রার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে তিনি স্ট্রেচারে শুয়ে ভ্রমণে যাতায়াত করছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা গিয়েছে, তুর্কি এয়ারলাইন্সের বিমানে চেপে গেলগি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ভ্রমণ করেছেন।

সেই অভিজ্ঞতাই ভিডিওতে জানিয়েছেন তিনি। বিশ্বের সবথেকে লম্বা নারী কীভাবে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান? তুর্কি এয়ারলাইন্স এই বিমানযাত্রায় সাহায্য করেছে রুমেসাকে। তিনি জানিয়েছেন, ‘আমি প্রচণ্ড উত্তেজিত ছিলাম। আমার হৃদস্পন্দন ক্রমশ দ্রুত হচ্ছিল। তবে বিমানের কর্মীরা অনেক সাহায্য করেছেন’।

ভিডিওতে আরও দেখা যায়, এয়ারলাইন্সের কর্মীদের সাহায্যে স্ট্রেচারে শুয়ে বিমানে উঠছেন রুমেসা। গেলগি জানিয়েছেন, তিনি স্কোলিওসিস নামে একটি রোগে ভুগছেন যা মেরুদণ্ড ভীষণ ভাবে বেঁকে গেলে হয়ে থাকে।

জানা গিয়েছে, গেলগির মেরুদণ্ডে দুটি লম্বা রড এবং ৩০টি স্ক্রু বসানো রয়েছে, যা তাঁর মেরুদণ্ডকে বাঁকানো বা ঘোরানো থেকে প্রতিরোধ করে। সে কারণে গেলগিকে সবসময় পিঠ সোজা রেখে চলতে হয়। কিন্তু বিমানে সেটা সম্ভব হয় না। তাই স্ট্রেচারে শুয়ে আকাশপথে ভ্রমণ করাই তাঁর জন্য সবচেয়ে নিরাপদ এবং একমাত্র উপায়।

রুমেসা গেলগি শুধুমাত্র বিশ্বের সবথেকে লম্বা নারীই নন, তিনি চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক। তিনি ৭ ফুট ০.৭ ইঞ্চি লম্বা। গেলগি পেশায় একজন গবেষক এবং অ্যাডভোকেট। জানা গিয়েছে, গেলগির এই অস্বাভাবিক উচ্চতার কারণ ওয়েভার সিনড্রোম যা একটি বিরল জিনগত মিউটেশনের ফল।

জন্মের সময় থেকেই এই সিনড্রোমে আক্রান্ত তিনি। গেলগি জানিয়েছেন, তাঁর পরিবারের অন্য সদস্যদের মধ্যে কেউ এই রোগে আক্রান্ত নন। তুরস্কে বসবাসকারী গেলগি সবসময়ই তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ