বিশ্বের ৭০ টি দেশে নেমে আসছে চরম অন্ধকার, কেন এমন দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট: মে ২০, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


বিশ্ব স্বাস্থ্য সংস্থার পকেটে টান পড়েছে। ফলে তারা আর আগের মতো সকলের সেবা করতে পারবে না। এর ফল অতি মারাত্বক হতে চলেছে। জানা গিয়েছে বিশ্বের ৭০ টি দেশ এবার থেকে আর স্বাস্থ্য খাতে সহায়তা পাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যে টাকার অভাব দেখা গিয়েছে তার ফল এবার এই দেশগুলিকে ভুগতে হবে।

হু-য়ের ডিরেক্টর টেড্রস অ্যাডানম গ্যাবিয়াস জানিয়েছেন, ইতিমধ্যেই রোগীরা আর চিকিৎসা পাচ্ছেন না। স্বাস্থ্য ক্ষেত্রে নানা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর স্বাস্থ্যকর্মী নিজেদের কাজ হারিয়েছেন। গরিব মানুষরা আর সঠিক চিকিৎসা পাচ্ছেন না। চিকিসাক্ষেত্রে বড় টান পড়েছে।

হু বর্তমানে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি অনুভব করছে। তাদের বার্ষিক বাজেট তারা ২১ শতাংশ কমিয়েছে। এই পরিস্থিতি আরও দুবছর ধরে চলবে বলেই খবর মিলেছে। সোমবার জেনিভাতে একটি বৈঠক করেন হু-য়ের কর্তারা। তারা এই পরিস্থিতি দেখে খুব ভীত। মার্কিন দেশ যে নীতি নিয়েছে তারফলেই হু-কে আজকের এই দিন দেখতে হয়েছে। ফলে সেখানে তৈরি হয়েছে অস্থিরতা।

একদিকে যেখানে মার্কিন দেশ এই সংস্থা থেকে নিজের হাত তুলে নিয়েছে সেখানে চিন তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বর্তমানে চিনের টাকা হু-কে অনেকটাই সহায়তা করছে। হু-য়ের প্রধান জানান, যেভাবে তাদের আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা লক্ষ লক্ষ মানুষের পাশে আর থাকতে পারবেন না। বিভিন্ন দেশ থেকে রোগের খবর এলেও তাদের কিছুই করার নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সমস্যা আগামীদিনে টের পাবে গোটা বিশ্ববাসী। নিজেদের মধ্যে বিরোধ মেটাতে গিয়ে বিভিন্ন প্রথম সারির দেশ এটা ভুলে গিয়েছে যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে তাদের লড়াই করে যেতে হবে। সেই ক্ষমতা তাদের হাতে নেই।
হু ইতোমধ্যেই তাদের বাজেট ৪.২ বিলিয়ন থেকে ২.১ বিলিয়নে নামিয়ে দিয়েছে। ফলে এবার থেকে অতিমারি-মহামারি রুখতে যে সক্রিয় ভূমিকা তারা নিত সেখান থেকে তাদেরও বিরত থাকতে হবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন