বিশ্বে প্রথমবারের মত নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক নারীকে হত্যার দায়ে কেনেথ ইউজেন স্মিথের মৃত্যুদণ্ড নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে কার্যকর হয়েছে। বিশ্বে এটাই প্রথম সর্বোচ্চ শাস্তি কার্যকরে এই পদ্ধতি বাস্তবায়ন হলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮:২৫ মিনিটে কেনেথের মৃত্যুদণ্ড কার্যকর হয়। বিবিসি এই খবর দিয়েছে।

অর্থের বিনিময়ে ১৯৮৯ সালে এলিজাবেথ সেনেত নামে এক প্রচারকের স্ত্রীকে হত্যার দায়ে কেনেথের মৃত্যুদণ্ড কার্যকর হয়। তবে নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ হলে এর বিরুদ্ধে ফেডারেল কোর্টে একবার এবং সুপ্রিম কোর্টে দু’বার আবেদন করে ৫৮ বছরের কেনেথ।
শাস্তি কার্যকরের পদ্ধতিটি ‘নিষ্ঠুর’ ও ‘অস্বাভাবিক’ উল্লেখ করে তিনি এর থেকে রেহাই চান। কিন্তু আদালত তার আবেদন নাকচ করে নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকরই বহাল রেখেছেন।

যদিও ২০২২ সালে কেনেথের দেহে প্রাণঘাতি ইনজেকশন দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা হয়েছিল। কিন্তু সেটা সফল হয়নি।
মার্কিনি সংস্থা ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য মতে, শুধু যুক্তরাষ্ট্রই নয়, সারা বিশ্বেও কেনেথই প্রথম ব্যক্তি, যার মৃত্যুদণ্ড নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে কার্যকর হয়েছে।

আলাবামার পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরও দুটি অঙ্গরাজ্যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকরের
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ