শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
২০১৭, ২০১৮ ও ২০২৪ সালে বিশ্ব ইজতেমা ময়দানে হামলা এবং হত্যাকান্ডের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওলামা মাশায়েখ ও ছাত্রজনতা। গতকাল শুক্রবার সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে রেলগেটের জিরোপয়েন্টে সমাবেশে সাদ পন্থীদের সকল মসজিদ এবং মারকাজ ভিত্তিক কার্যক্রম আজীবন নিষিদ্ধসহ ৭ দফা দাবি উত্থাপন করা হয়।
‘ঈশ্বরদী উপজেলার সকল ওলামা মাশায়েখ সর্বস্তরের ছাত্র ও তৌহিদী জনতা’র ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। সমাবেশে তাদের দাবি না মানা হলে আগামী ২৫ জানুয়ারী মহাসম্মেলন থেকে পরবর্তি পদক্ষেপ গ্রহন করার হুশিয়ারী ঘোষণা করা হয়।
আয়োজিত সমাবেশে মওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন মওলানা মোস্তফা কামাল, মওলানা আব্দুল হান্নান, মুফতি রায়হান, হাফেজ মওলানা সুলতান হোসেন, মুফতি মোজাহিদ রহমানী, হাফেজ সজল হোসেন, মুফতি মমিন মোল্লা প্রমুখ।
সমাবেশে ইজতেমা ময়দানে হামলা ও হত্যাকান্ডে জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি এবং সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।