শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের হেপাটোলজি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসাবিজ্ঞানী ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হাবিব, উপাধ্যক্ষ ডা. মহিবুল হাসান, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম, হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হারুন অর রশিদ, রামেক স্বাচিপ সাধারন সম্পাদক ডা. মাহবুবুর রহমান বাদশা, ডা. খলিলুর রহমানসহ চিকিৎসক ও শিক্ষার্থীরা।
আলচ্য বিষয় ছিল, ইনোভেটিভ থেরাপিস ইন হেপাটোলজি। তিনি হেপাটাইটিস বি এর চিকিৎসায় আবিষ্কৃত নতুন ওষুধ ন্যাসভ্যাকের বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের আদ্যপান্ত ব্যাখ্যা করেন। উল্লেখ্য যে সম্প্রতি হেপাটাইটিস বি-এর চিকিৎসায় ‘ন্যাসভ্যাক’ নামে নতুন ওষুধের সফল ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছেন চিকিৎসা বিজ্ঞানী ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর ও ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। এরই মধ্যে কিউবাতে শুরু হয়েছে তাদের উদ্ভাবিত নতুন এই ওষুধ। যদিও আইনি জটিলতার কারণে বাংলাদেশেই এখনও এই ওষুধের ব্যবহার সম্ভব হয়নি।
চিকিৎসা বিজ্ঞানী ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পর প্রদর্শিত হয় বিশেষ ডকুড্রামাবিষাদবরণ। ফ্যাটি লিভার ডিজিজের জটিলতা বিষয়ে জনসেচতনতা বৃদ্ধির জন্য ডকুড্রামাটি বানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ ফিল্ম সোসাইটি। বিষাদবরণ এর মুলভাবনা ও প্রযোজনায় ছিলেন হেপাটোলজিস্ট ডা. হারন অর রশিদ। রচনা ও পরিচালনা করেছেন রামেকের শেষবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান।