বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০

আপডেট: ডিসেম্বর ১১, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বিসিএসে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিসিএসের মোট ১১০০ নম্বরের পরিবর্তে ১০০০ নম্বর হবে।

এর আগে সরকারি কর্ম কমিশন বিসিএসের মৌখিক পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়।

গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করা হয়।
তথ্যসূত্র: বাংলানিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version