নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) বিকাল সাড়ে ৫ টায় নগরীর বিসিক ম্যাচ ফ্যাক্টরির সামনের একটি ড্রেন থেকেই ওই মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যা খুজে বের করতে কাজ করছে পুলিশ।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এনিয়ে কাজ করছে সিআইডি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।