মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চলতি বছরের শুরুর দিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বাংলাদেশ সফরের কথা সরাসরি না বললেও আগামী আগস্টেই বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার ইঙ্গিত দিয়েছিলেন।
এখন আবার শোনা যাচ্ছে অন্য কথা। শনিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই বছরের অক্টোবরে আসার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। শনিবার তিনি সংবাদ মাধ্যমকে এমনটিই জানালেন, ‘অস্ট্রেলিয়া চাচ্ছে শুকনো মৌসুমে খেলতে। শুকনো মৌসুম বলতে অক্টোবর থেকে শুরু। তার আগে তারা জানে যে এখানে বর্ষা মৌসুম। অক্টোবরের পর আমাদের আবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ আছে। এর আগে যে স্লট আছে, সেখানে পাকিস্তানের আসার কথা জুলাইয়ে।’ সে কারণেই, ‘ আগস্ট-সেপ্টেম্বরে ফাঁকা যে স্লট আছে, আমরা ওটাই ধরে রেখেছি। অবশ্য এখনও চূড়ান্ত কিছু হয় নি।’
যদিও চলতি বছরের শুরুর দিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বাংলাদেশ সফরের কথা সরাসরি না বললেও আগামী আগস্টেই বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার ইঙ্গিত দিয়েছেন। বলেছিলেন, ‘ইংল্যান্ড সিরিজে বিসিবির সঙ্গে বাংলাদেশ সরকার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, সেটা ছিল স্বস্তিদায়ক। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত আগস্টেই সফর করব আমরা।’
এ দিকে টেস্ট প্রাপ্তির ১৭ বছর পর বাংলাদেশ ভারত সফরে যাওয়ার সুযোগ পেয়েছে। ঐতিহাসিক এই ম্যাচটি দেখতে ভারতের গিয়েছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ কয়েকজন বোর্ড পরিচালক। তাদের মধ্যে অন্যতম মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ম্যাচ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা ব্যাক্তিরা।
সেখানে ভবিষ্যতে বাংলাদেশের ভারত সফর নিয়ে বিস্তারিত আলাপ না হলেও বয়সভিত্তিক ও বাংলাদেশ ‘এ’ দলের সফর নিয়ে আলোচনা হয়েছে। শনিবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘অবশ্যই আলোচনা হয়েছে। বিসিসিআইয়ের কর্মকর্তারা আমাদের বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে মিটিং করেছেন। বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে কী ধরনের ট্যুর করা যায়, কোন লেভেলে ক্রিকেট আরও প্রসার করা যায়, এসব নিয়ে আলোচনা আছে। আমরা চাচ্ছিলাম অনূর্ধ্ব-১৯ ও ভারত ‘এ’ দলের নিয়মিত সফর করতে। ওরাও বাংলাদেশে আসবে। তারা মোটামুটি একমত হয়েছে। আশা করি আগামীতে এ ধরনের ট্যুর হবে।’