বিস্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জে দুজনের ১০ বছর কারাদন্ড

আপডেট: মার্চ ২২, ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় দুজনের ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২২ মার্চ) বিকালে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ আদালত ৪ এর বিচারক গোপাল চন্দ্র রায় এ রায় দেন। দন্ড প্রাপ্তরা হলেন ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের গোলাম কবীর ও চামামুসুরি ভুজা গ্রামের শামসুজ্জামান।

রাষ্টপক্ষের ্আইনজীবী শফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ১৭ মে ককটেলসহ আটক হয় এ দুজন। আটকের পর ভোলাহাট থানার এসআই জামাল উদ্দিন মামলা করেন। এরপর ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার এসআই শিশির কুমার চক্রবর্তী।

দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত দুজনকে ১০ বছরের কারাদন্ডের এ রায় ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ