বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বুধবার ডুফেরার বাবা রাম সিং গা-ুয়ানওয়ালের বাড়িতে পাঞ্জাবি রীতিতে গাটছড়া বাঁধলেন যুবরাজ এবং হ্যাজেল কিচ। বিয়ের রাতেই বদলে গেলো যুবরাজের স্ত্রীর নাম! কেন? এ বদলটা আসলে সনাতন ভারতীয় রীতি মেনেই।
সনাতন ভারতীয় রীতি বলছে, বিয়ের পর মেয়েদের পদবি বদলে যায়। বাপের বাড়ির পদবি ছেড়ে মেয়েরা গ্রহণ করেন স্বামীর পদবি। এটাই হয়ে আসছে। কিন্তু যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচের গোটা নামটাই গেলো বদলে। এখন থেকে তিনি আর হ্যাজেল কিচ নন। যুবরাজের স্ত্রীর নামটা দেয়া হলো- গুরুবসন্ত কউর।
যুবরাজ আগেই জানিয়েছিলেন, মায়ের দারুণ ভক্ত তিনি। গর্ভধারিণী মায়ের কোনো কথাই ফেলেন না যুবরাজ। তার মায়ের ইচ্ছা ছিল শিখ নাম রাখার। সেটাই বাস্তবে রূপ দিলেন যুবরাজ। মায়ের ইচ্ছা পূরণ করলেন ভারতীয় এই ক্রিকেটার। স্ত্রীর নাম রাখলেন- গুরুবসন্ত কউর।
তবে নতুন নাম নিলেও পুরনো নামটা ছাড়ছেন না মডেল-অভিনেত্রী হ্যাজেল! পুরনো নামটাই তার অফিসিয়াল নাম থাকবে বলে সূত্র জানিয়েছে।