শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীর উত্তরা কমিউনিটি সেন্টারে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের ‘ইউরিয়া সার প্রাপ্তির লক্ষ্যে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আক্তার হোসেন। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়াম্যান মাস্টার তফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির অর্থ পরিচালক এনামুল হক সরকার, জাতীয় কমিটির আহব্বায়ক এসএম ইয়াসিন আলী, কেন্দ্রীয় কমিটির পরিচালক রেজাউল ইসলাম, হাবিবুর রহমান, রবিউল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কমিটির সদস্য সচিব ফজলুর রহমান।
সভায় বক্তারা বলেন, বিগত জামায়ত-বিএনপি জোট সরকার চক্রান্ত করে বিএডিসির সার সরবরাহ গুটি কয়েক পুঁজিবাদীদের হাতে তুলে দিয়ে কৃষি উৎপাদনকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। সে সময় সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠনের পর ১৯৯৭-৯৮ সালে তাঁর নির্দেশে আবার বীজ ডিলারদের মধ্যে থেকে সার ডিলার নিয়োগ দিয়ে নন-ইউরিয়া সার বিতরণ শুরু হয়। বক্তারা দেশের কৃষি খাতকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে বিএডিসি বীজ ডিলারদের মাধ্যমে নন-ইউরিয়া সারের পাশাপাশি ইউরিয়া সার সরবরাহ দেয়ার দাবি জানান।