বীরমুক্তিযোদ্ধার সুনীল দাসের পরলোক গমনে শোক

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের পিতা বীরমুক্তিযোদ্ধা সুনীল কুমার দাসের পরলোক গমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক সমাজ ও সুশীল সমাজসহ বিভিন্ন প্রেণিপেশার মানুষ।



সোমবার এক শোক বার্তায় তারা বলেন, বীরমুক্তিযোদ্ধা সুনীল কুমার দাস অত্যন্ত উদ্যোগী ও প্রাণবন্ত মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর বীরত্ব, স্বাধীনতা পরবর্তীকালে দেশ গঠনে ভূমিকা এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে তার নিজস্ব উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা সুনীল কুমার দাস আকস্মিক পরলোক গমনে দেশ একজন নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারালো। সাধারণ মানুষ তাঁর অবদানের কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দাস গত ৫ সেপ্টেম্বর ভোরে নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ