বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার (দপ্তর) বীরমুক্তিযোদ্ধা বদিউজ্জামান চৌধুরী গত মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আষ্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বৎসর। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহুআত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন এবং রাজশাহী মহানগরে বোয়ালিয়া পাড়ায় স্থায়ীভাবে বসবাস করতেন। অদ্য বাদ জোহর রানীনগর জামে মসজিদে তার নামাজে জানাযা ও হেঁতেমখাঁ গোরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যাদি সম্পন্ন হয়।
জেলা প্রশাসনের পক্ষে এডিসি (রাজস্ব) জনাব আনিসুল ইসলামের উপস্থিতিতে একদল চৌকশ পুলিশ বাহিনী মরহুমের প্রতি রাষ্ট্রীয় বিদায়ী সালাম (গার্ড অব অনার) জানায়। এসময় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ আঃ মান্নানের নেতৃত্বে জেলা ও মহানগরের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের কফিনে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফুলের ডালা অর্পনের মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শন করে।
মুক্তিযোদ্ধা সংসদের শোক বার্তা : বীরমুক্তিযোদ্ধা বদিউজ্জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে যৌথভাবে শোকবার্তা দিয়েছেন- রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন রাজনীতিবিদ ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুল হাদী, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মতিউর রহমান, মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতা লেখক, সাহিত্যিক ও কবি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, জেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার শাহাদুল হক মাষ্টার, সাবেক ডেপুটি কমান্ডারদ্বয় বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা ও বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, মহানগর সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার, বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আওয়ামী মুক্তিযোদ্ধালীগের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সামাদ, মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ কো চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহমুদ হাসান ফয়সাল, সুলতানুল আরেফিন রিংকু ও হীরা প্রমুখ।