সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগরে সাবেক কমান্ডার ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলাউদ্দিন শেখ ভুলুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এলাকার কিছু বখাটে ছেলে তার বাড়িতে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে নগরীর কেশবপুর পুলিশ লাইনের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে বাড়ির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বাড়িতে বৃষ্টির মতো ঢিল ছুড়েছে বলে অভিযোগ করেন তিনি।
আলাউদ্দিন শেখ ভুলু বলেন, আমার বাড়ির সামনে বেশ কয়েকজন বখাটে ছেলেরা বসে আড্ডা দেয় ও নেশা করে। আমি তাদের বেশ কয়েকদিন থেকে বারণ করছি। সন্ধ্যায় আমি তাদের আড্ডা দিতে নিষেধ করেছিলেন। তাদের বলেছিলাম অন্য জায়গায় গিয়ে আড্ডা দিতে। কিন্তু তারা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করাতে তারা আমার বাড়িতে দফায় দফায় হামলা চালায়।
তিনি বলেন, হামলায় আমার বাড়ির দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ থেকে ৩০ জন এই হামলায় অংশ নেয়। এর মধ্যে তিনজনকে চেনা গেছে। তারা হলেন, রুদ্র, আরিফ ও রাকিব। তাদের বাড়িও অন্য পাড়াতে। তারা এখানে এসে আড্ডা দেয়। হামলায় হওয়ার সময় ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলো পুলিশের এক সহকারি উপপরিদর্শক আসেন। তাদের দেখে হামলাকারিরা পালিয়ে যায়। পুলিশ এসে আমাকেই ধমক দিয়ে যায়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হক বলেন, এ বিষয়ে আমি অবগত নই। আমি খোঁজখবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেবো। কোন এএসআই গিয়েছিল আমি খোঁজ নিচ্ছি।
রাসিকের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম বাবু বলেন, আমি একটা মিমাংসাতে আছি। ভুলু সাহেব আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি গিয়ে দেখা করবো। আর যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো।