মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টুর স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ অক্টোবর) সকাল এগারটায় মরহুমের কর্মস্থল পুষ্প ষ্টুডিও প্রাঙ্গণে পুষ্প আড্ডার উদ্যোগে বাংলাদেশ পরিবার কল্যাণ বিভাগের অবসরপ্র্াপ্ত উপ পরিচালক তাসিকুল হকের সভাপতিত্বে ও কলামিষ্ট শাহ মো. জিয়াউদ্দিন এর সঞ্চালনায় আলোনায় অংশ নেন , কে এম রেজাউল করিম খোকন, মো. দুলাল , আবিদ হাসান শাহীন, শিল্পী আজমল সাচ্চু, এডভোকেট আবু হাসিব , সাবেক পোষ্ট মাষ্টার জেনারেল শফিকুল আলম ও তার কর্মজীবনের সাথীরা।
সভায় তার নির্লোভ জীবন যাপনের স্মৃতি চারণ করেন বক্তারা। বীর মুক্তিযোদ্ধা মিন্টুকে হারিয়ে অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক অঙ্গনে অপুরণীয় ক্ষতি হয়েছে বলে আলোচকরা মতামত ব্যাক্ত করেন। তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। স্মরণ সভা শেষে তাসিকুল হকের নেতৃত্বে গরীবদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করে শেষ হয় স্মরণ সভাটি।