বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শোক

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি :


চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত রাত ১২.৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এক বিবৃতিতে সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ