বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান কবিরাজ আর নেই

আপডেট: মার্চ ৩, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:


জয়পুরহাটের আক্কেলপুরের কৃতি সন্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সাইবার পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান কবিরাজ বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

কৃতি এই ব্যক্তি সরকারি চাকুরী থেকে অবসর নিয়ে আক্কেলপুরের হাজিপাড়ায় নিজ বাড়িতে বসবাস করছিলেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আক্কেলপুর নাগরিক কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যার প্রতিষ্ঠাতা সভাপতি এবং আক্কেলপুর রেল স্টেশন উন্নয়ন কমিটির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি আক্কেলপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা করতেও বিশেষ ভূমিকা রেখেছিলেন।

তিনি দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ৩মার্চ সোমবার বাদ যোহর আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা মাতার পার্শ্বে চিরশায়িত করা হয়। মৃত্যুকালের তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার পুত্র ও পুত্রবধূ সরকারের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ