রাবি প্রতিবেদক
আগামী বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল কার্যক্রম শুরু হবে। এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। তবে, স্থগিত থাকা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্য ভবন লাউঞ্জে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাবির ক্লাসসমূহ বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। এর আগে আবাসিক হলসমূহ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হবে।
স্থগিত ভর্তি পরীক্ষা কবে শুরু হবে জানতে চাইলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, এবিষয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।