শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
আগামী বুধবার (৩১ জুলাই) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রমের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৩১ জুলাই) আপিল বিভাগের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
সময়সূচিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার (সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) আপিল বিভাগের কোর্টের সময়সূচি সকাল ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। আর অফিসের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
তথ্যসূত্র: বাংলানিউজ