বুধবার সন্ধ্যায় ঘোষণা হতে পারে তফসিল

আপডেট: নভেম্বর ১৪, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে বুধবার বিকাল ৫টায় কমিশনের সভা ডাকা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের অনানুষ্ঠানিক এক বৈঠকে ওইদিন বৈঠকের পর তফসিলের ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

জানা যায়, কমিশন সভার সিদ্ধান্তের পর আগামীকালই (১৫ নভেম্বর, বুধবার) নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার।

বুধবার সন্ধ্যা ৭:০০ টার সময় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করতে পারেন তিনি।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন