রাজধানীতে চলমান সহিংসতা: ঢাকায় অবস্থান নেয় রাজশাহী বিভাগের জামায়াত-শিবির কর্মিরা!

আপডেট: জুলাই ২৩, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজধানীতে চলমান সহিংসতায় রাজশাহী বিভাগের জামায়াত-শিবির ঢাকায় অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তারা বিভিন্ন সময় নিয়ে ধীরে ধীরে এলাকা ছেড়েছেন। এর মধ্যে অধিকাংশই ২০১৪ সালে ঘটানো নাশকতা মামলার আসামী বলে জানিয়েছেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

পুলিশে বলছে, নাশকতাকারীদের বিরুদ্ধে যে কোনো সময়ের তুলনায় কঠোর অবস্থানে যাচ্ছে তারা। এ চিত্র শুধু রাজশাহী জেলার নয় বিভাগের আটটি জেলারই। প্রতিটি জেলা থেকেই পুলিশ নাশকতাকারীদের তালিকা করে পাঠিয়েছে। তালিকায় যাদের নাম রয়েছে, তাদের আশ্রয় দাতাদের পরিচয় নেয়া হচ্ছে। অতীতে তাদের পক্ষে যারা তদবির করেছে, প্রস্তুত করা হচ্ছে তাদের তালিকাও। এছাড়াও আলাদা করে তৈরি করা হচ্ছে অর্থের যোগানদাতাদের তালিকা।

পুলিশ জানায়, কয়েকটি জেলায় এমন কিছু নাম তালিকায় এসেছে যা খুবই সেনসেটিভ। তুলনায় কম হলেও রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় নাশকতা চালানো হয়েছে। এসব ঘটনায় গ্রেফতার হয়েছে আট শতাধিক। আর আহত হয়েছে পঞ্চাশেরও বেশি।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক জানান, যারা নাশকতাকারীদের তদবির করছে, এই তদবিরকারীদের তালিকা করা হচ্ছে। যেনো তারা আর দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

র‌্যাব বলছে, ঢাকা থেকে ফিরে চিহ্নিত নাশকতাকারীরা এলাকায় যেন সক্রিয় হতে না পারে সে বিষয়ে তৎপরতা রয়েছে। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির জানান, আমাদের প্রচেষ্টা অতীতে ছিলো সেই কারণে রাজশাহীতে সহিংসতার ঘটনা কম ঘটেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই তৎপরতা আরো বেশিভাবে চলমান থাকবে। তারা যদি ফেরত এসে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্ট করে থাকে, অবশ্যই তারা ব্যর্থ হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ