বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় ২০ জন নিহত

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ২:০৩ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


বুরুন্ডির পশ্চিমাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২০ জনের মৃত্যু এবং আহত হয়েছেন আরো ৯ জন।
স্থানীয় সময় শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কঙ্গোর সীমান্তবর্তী ভুগিজো শহরে এ হামলা চালানো হয়। সেখানে বিদ্রোহীদের ঘাঁটি রয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দেশটির সরকারি কর্মকর্তা জেরোম নিওনজিমা জানান, হামলায় ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ শিশু, দুই গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এ হামলার দায় স্বীকার করে রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী। তারা এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনির ১০ সদস্যকে হত্যা করেছে তারা।
২০১৫ সাল থেকে কঙ্গো সীমান্তঘেঁষা ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে এই বিদ্রোহী গোষ্ঠী। বুরুন্ডির কর্তৃপক্ষ তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে থাকে।

তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ