বুরুন্ডির মন্ত্রীকে হত্যা

আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বুরুন্ডির পরিবেশমন্ত্রীকে রোববার রাতে দেশটির রাজধানী বুজুম্বুরায় অজ্ঞাত হামলাকারীরা হত্যা করেছে। পুলিশ একথা জানায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র। পুলিশের মুখপাত্র পিয়েরে এনকুরিকিয়ে টুইট বার্তায় জানান, ‘একজন অপরাধী রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পানি, পরিবেশ ও পরিকল্পনামন্ত্রী ইমানুয়েল নিইয়োনকুরুকে (৫৪) গুলি করে হত্যা করেছে। এ সময় তিনি রোহেরোতে তার বাড়ি ফিরছিলেন।’- বাসস