বেখেয়ালি

আপডেট: নভেম্বর ১৭, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ

ইসরাত জাহান মিম

আবছায়া আকাশটা মলিন কাগজের মতো
চুপচাপ সামনে কৃষ্ণচূড়ার ঝিরিঝিরি পাতা
ধীর ধীর বাতাসে দোল খাচ্ছে পুবে।
পড়ন্ত অপরাহ্ন জুড়ে কেবল নিঃস্তব্ধতা
আকাশে এক পশলা সাদা মেঘ দিশেহারা।
জানালার কাঁচে কোনো জলের চিহ্ন
আঁকাবাঁকা পথে কূলহীন বিহঙ্গ।
আমার মতোই হয়তো কেউ কখনো
তর্জমা করে গেছে প্রকৃতির ভাষা, সে ডেকে-
চলেছে দূর দিগন্তে ঝিম ধরা পরিবেশে
মিশে যেতে বিাদামী অজানা বৃক্ষ বলছে
ধীরে ধীরে, শুনবে নাকি, বরষার ‘গল্প’
বলি আমি,‘এতো বছর ধরে শুধুই ছিলি জেগে?
ক্রোধে বৃক্ষ বলে, ‘জেগেছি দূর ষড়বৃত্ত হতে
কত কত রূপ দিলো অমিয় বাগানে
কাজ পড়ে যাওয়া অপরাহ্ন তটে ফাগুনের কচি পাতা
শুকিয়ে ঝরেছে বহু শীতে, তারই তলে কত প্রাণ
রেখে গেছে কত চিহ্ন। কত শত দিনের সাক্ষি হয়েছি,
আমি আজ পরম হেলায় তোর কথাই শুনি।