বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভবানীগঞ্জ বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

আপডেট: এপ্রিল ৪, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ


বাগমারা প্রতিনিধি :


রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টুর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) ভবানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টুর বাসভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক ড্রাগন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক, আহসান হাবিব, ওয়ার্ড বিএনপির নেতা সিরাজ উদ্দিন দুলাল, মুন্টু প্রামানিক, ফিরোজ আহমেদ, জাহাঙ্গীর আলম, আজিজ, আহাদ আলী, আজাহার আলী, জামাল উদ্দিন, মোস্তাক আহম্মেদ, আলতাফ হোসেন, বিএনপি নেতা মামুনুর রশিদ, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম শাহিন, যুবদল নেতা মোশাররফ হোসেন রতন, মামুনুর রশিদ মামুন, কৃষক দল নেতা শহিদুল ইসলাম, জিল্লুর রহমান মাস্টার, সান্টু মোল্লা, চঞ্চল হোসেন, গোলাপ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন ছনি, আবু সাইদ, ছাত্রদল নেতা আবু হেনা রিপন, সফিকুল ইসলাম, নাজমুল হোসেন নয়ন, অনিক, রবিসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ক্কারি মুকুল হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ