বেঙ্গালুরু-বিস্ফোরণ, ১৮ দিনে কলকাতার আটটি হোটেলে আত্মগোপন-জঙ্গিদের

আপডেট: এপ্রিল ১৩, ২০২৪, ১:৪১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:তিনটি ফেক আধার কার্ডের কপি জমা দিয়ে কলকাতার অন্তত ৮ টি হোটেলে গা-ঢাকা দিয়েছিল বেঙ্গুলুরু বিস্ফোরণের দুই জঙ্গি। প্রমাণ লোপাটের জন্য খিদিরপুরের একটি হোটেল থেকে বের হওয়ার সময় রেজিস্টার খাতার পাতা ছিঁড়ে নেয় দুই জঙ্গি আবদুল মতিন আহমেদ তাহা এবং মুসাভির হুসেন শাজিব। ১৮ দিন ধরে কলকাতার হোটেলে গা-ঢাকা দিয়ে থাকার পর তারা কোলাঘাট হয়ে পূর্ব মেদিনীপুরের দিকে পাড়ি দেয়। ৫ এপ্রিল থেকে এই দুই জঙ্গির সন্ধানে কলকাতার ১৫ টি হোটেলে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র দল।

বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর তারা চেন্নাইতে পালায়। সেখান থেকে কখনও বাসে, কখনও ট্রেনে চেপে তাঁরা আসে হাওড়া স্টেশনে। এরপরই কলকাতার বিভিন্ন হোটেলে থাকত দুজনে। ২৮ মার্চ তাঁরা প্রথমে এগরা যায়। সেখানে আইএস-র এক স্লিপার সেলের সদস্যর বাড়িতে থাকার পর পৌঁছয় কাঁথিতে। সেখান থেকে যায় দিঘা। সেখান থেকে তাঁরা যায় নিউ দিঘায়। সেখান থেকেই তাঁদেরকে গ্রেপ্তার করে এনআইএ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ