রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
বন্ধুত্বের ২৫ / রজতজয়ন্তী পালন করলো ৮/৯ জনের গ্রুপ। আজ থেকে ২৫ বছর আগে অনার্স পড়ার সুবাদে দেশের বিভিন্ন স্থান থেকে পড়তে আশা গুটিকয়েক ছেলের বন্ধুত্ব সৃষ্টি হয়। নয় জনের একটা গ্রুপ হয়।
পাঁচ ছয় বছর তারা প্রতিদিন পড়াশোনার পাশাপাশি ঘুরা ফেরা, আড্ডা সবই এ ক’জন মিলেই চলতো। অনার্স শেষে সবাই উচ্চ শিক্ষার প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে আলাদা হয়ে যায়। কিন্তু সবাই মিলে ঢাকায় একটা বাসা নিয়ে একসাথে মিলে মাস্টার্স শেষ করে।
পরবর্তীতে কর্মজীবনে চাকরির কারণে আবারও আলাদা হয়ে যায়। কিন্তু তাদের যোগাযোগ রক্ষা করে চলে। তারপর থেকে প্রতি দু এক বছর পরপর বিভিন্ন অকেশনে একসাথে মিলিত হয়। সেই তাড়নায় গ্রুপের ভিত্তি নাম দেয় ‘কাশফুল টাওয়ার’ ভার্চুয়ালি সবাই এই গ্রুপ কানেক্ট থাকে।
প্রতি বছর দেশে যে কোন স্থানে একত্রিত হয়। সেই ধারাবাহিকতায় এবার ভালোবাসা দিবসে আবারও বন্ধুত্বের মিলন মেলা। বেচেঁ থাকুক বন্ধুত্ব, জয় হোক ভালোবাসার…