বেতার দিবস উপলক্ষে কর্মসূচি

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পালন করা হবে ১৩ তম বিশ্ব বেতার দিবস। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বেলা ১১ টায় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

বেতার দিবসে আঞ্চলিক পরিচালক হাসান আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী অতিরিক্ত পুলিশ কমিশনার রশীদুল হাসান, পিপিএম, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, অধ্যক্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজ কামরুজ্জামান। এছড়াও রাজশাহী বেতার অঞ্চলের বিভিন্ন কমিউনিটি রেডিওর প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, শ্রোতাক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানসূচি:
বেলা: ১১ টায় র‌্যালী উদ্বোধন (বাংলাদেশ বেতার, রাজশাহী হতে সিএন্ডবি মোড়), বেলা ১১:১৫ অতিথিদের আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছা, বেলা ১১:২০ স্বাগত বক্তব্য: শিউলি রানী বসু, উপ-আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, রাজশাহী, বেলা ১১:২৫ শুভেচ্ছা বক্তব্য: মোসা. উম্মে কুলসুম, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ বেতার, রাজশাহী, মমতাজ পারভীন, আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্ব), বাংলাদেশ বেতার রাজশাহী, বেলা ১১:৩০ বিশেষ অতিথির বক্তব্য রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী, শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী, কামরুজ্জামান, অধ্যক্ষ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী।

বেলা ১১:৪৫ প্রধান অতিথির বক্তব্য: ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী। বেলা ১১:৫৫ সভাপতির বক্তব্য: হাসান আখতার, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, রাজশাহী। বেলা: ১২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ বিভাগের অন্যান্য সংবাদ