বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ‘চ’ ও ‘ছ’ বগি পুড়ে ছাই

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরো অনেকে। আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুবৃত্তদের দেয়া আগুনে বেনাপোল এক্সপ্রেসে চ ও ছ বগি দু’টির শতভাগ ভষ্মিভুত হয়েছে। আগুনে জ্বলে গেছে চেয়ার, ফ্যান, জানালা-দরজাসহ বগিতে থাকা আর সবই। ট্রেনের পাওয়ার কারও পুড়েছে আগুনে। তবে পাওয়ার বগির পেছনের অংশের কিছুটা অক্ষত রয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে, বেনাপোল এক্সপ্রেস রাতেই ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। ১৬ নম্বর বিটে রাখা হয়েছে। ট্রেনের চ ও ছ নম্বর বগি সম্পূর্ণ পুড়ে গেছে। চেয়ার, ফ্যানগুলো জটলা বেধে পড়ে আছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে আগুন নেভানোর কাজে ব্যবহৃত জারগুলো।

জানালার হাত বের করে পুড়ে যাওয়া ব্যক্তির রক্তের চিহ্নও রয়ে গেছে। এখনও বগি থেকে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে।
স্টেশনের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, পাওয়ারকার পর্যন্ত আগুন আসতে আসতেই ফায়ার সার্ভিসের কারণে বাকি অংশ পুড়তে পারেনি। তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি উপস্থিত রেলওয়ে কর্মকর্তারা।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ