বেনাপোল বন্দরে পাঁচ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

আপডেট: এপ্রিল ১০, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:ইদ উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে পাঁচদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ইদ উপলক্ষে বুধবার (১০ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত সরকারি ছুটি থাকায় দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। সোমবার (১৫ এপ্রিল) হতে পুনরায় বেনাপোল থেকে পেট্রোপোল বন্দরের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

বেনাপোল বন্দরের পরিচালক করিম জানান, এ সময় বন্দরের মধ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ

Exit mobile version