বেলকে কেনার চিন্তা বাদ দিলেন মরিনহো

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:২৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


উয়েফা সুপার কাপের আগে ম্যানইউ কোচ হোসে মরিনহো প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে নিয়ে একটি ‘মেন্টাল গেম’ খেলতে চাইলেন। সংবাদ সম্মেলনে জানালেন, স্প্যানিশ জায়ান্টরা বেচতে চাইলে গ্যারেথ বেলের জন্য ম্যানইউর দরজা খোলা। পর্তুগিজ কোচকে জবাব দেওয়ার জন্যেই যেন উন্মুখ হয়ে ছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। মঙ্গলবার ২-১ গোলে জয়ের ম্যাচে বেলকে নামিয়ে দিলেন একাদশে। এতেই দমে গেছে মরিনহোর আগ্রহ, বলেছেন ওয়েলস তারকাকে নেওয়ার ‘খেলা শেষ’।
চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের লড়াইয়ের আগে মরিনহো বলেছিলেন, স্কোপজেতে শুরুতে না খেললে বোঝা যাবে জিদানের পরিকল্পনায় নেই বেল। তখন অন্য ক্লাবের সঙ্গে তাকে পেতে লড়বেন তিনি। ম্যাচ শেষে পর্তুগিজ কোচ বুঝে গেলেন বেলকে দলে চান রিয়াল কোচ, ‘এটা পরিষ্কার যে ক্লাব তাকে চায়, কোচও চায়। আর সেও চায় ক্লাবে থাকতে। তাই এ খেলা শেষ। প্রত্যেকে বুঝতে পারছে সে থাকতে যাচ্ছে।’
ক্রিস্তিয়ানো রোনালদো এদিন বেঞ্চে ছিলেন। আক্রমণভাবে ইসকো ও করিম বেনজিমার সঙ্গে পারফর্ম করেছেন বেল। রিয়ালের দ্বিতীয় গোলে অবদান রেখেছেন তিনি। একটুর জন্য দ্বিতীয়ার্ধে একটি গোল করতে পারেন নি ওয়েলস তারকা, দ্বিতীয়ার্ধে তার শট লেগেছে গোলবারে। টটেনহ্যাম হটস্পার থেকে তখনকার বিশ্ব রেকর্ড দামে রিয়ালে যোগ দেওয়ার পর ষষ্ঠ ইউরোপিয়ান পদক জিতলেন বেল। সান্তিয়াগো বার্নাব্যুতে তিনি জিততে চান আরও বেশি শিরোপা। মরিনহোর আগ্রহের ব্যাপারে তিনি তেমন কিছুই জানেন না, ‘আমি কোনও কিছু পড়ি নি, কয়েকজন আমাকে একটু বলেছে। আমি আমার ফুটবল উপভোগ করছি। ট্রফি জেতার জন্য আমি আরও খেলতে চাই। প্রত্যেক ম্যাচে আমরা জয়ের ক্ষুধা নিয়ে নামি।’ মার্কা,বাংলা ট্রিবিউন