বেলপুকুরে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানের যাত্রী সোহাব (২৫) নিহত ও চালক আহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভাংড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাব বেলপুকুরের জোতভাগীরতপুর গ্রামের মৃত খালেদুজ্জামানের ছেলে। আর আহত ভ্যান চালক জামিরা গ্রামের ওয়ালিদের ছেলে উমর আলী (৫০)।
বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ জানান, ভ্যান চালক উমর আলী বেলপুকুর থেকে যাত্রী নিয়ে কাপাশিয়ার দিকে যাওয়ার পথে ভাংড়ায় এলাকায় পৌছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামী প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৬-০০০৭) ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী ও ভ্যান চালক গুরুতর আহত হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভ্যানযাত্রী সোহাবকে মৃত ঘোষণা করেন এবং ভান চালক উমরকে ভর্তি রাখেন। প্রাইভেট কারের চালক ও কার আটক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ