বেলার আলোচনা সভায় নদী রক্ষায় ১৩ সুপারিশ

আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নদী রক্ষায় ১৩টি সুপারিশও করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়েছে।



সভায় সভাপতিত্ব করেন লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী। প্রবন্ধ উপস্থাপন এবং সভা সঞ্চালনা করেন বেলার রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক কবীর হোসেন, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রুলফাও নির্বাহী পরিচালক আফজাল হোসেন।

মূল প্রবন্ধে বলা হয়, রাজশাহী বিভাগের প্রায় ২১টি নদী সংকটাপূর্ণ। তন্মধ্যে বড়াল, করতোয়া, ইছামতি, চিকনাই, হোজা ইত্যাদি নদী অস্তিত্ব সংকটে রয়েছে।

বেলার সুপারিশে আছে, দেশের নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণে গবেষণা করা এবং গবেষণায় প্রাপ্ত সকল নদীর একটি ডাটাবেইজ করা। নদীর স্বাস্থ্য কার্ড চালু করা। সিএস ম্যাপ এবং আদালতের রায় অনুযায়ী দেশের সকল নদীর সীমানা নির্ধারণ করা। দখল-দূষণকারীদের প্রকৃত তালিকা প্রস্তুত ও প্রকাশ করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা। দখল-দূষণসহ নদী বিরোধী সকল কার্যক্রম বন্ধ করা।নদীর প্রবাহ বিঘ্নকারী সকল অবকাঠামো অপসারণ করে নদীর পানি প্রবাহ নিশ্চিত করা। নদীর ওপর নির্মিত সকল ছোট ও নিচু ব্রিজ/কালভার্ট অপসারণ করে বড় ও উঁচু ব্রিজ নির্মাণ করা। শোধন ছাড়া কোনো ধরণের বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা। শহর/নগর এলাকায় নদীর দুইধারে পায়ে হাঁটা রাস্তাসহ বসার ব্যবস্থা করে নগর পরিকল্পনা করা। নদীর পাড়ে ফলজ ও ঔষধীবৃক্ষ রোপণ করা।

লোকায়ত জ্ঞানকে গুরুত্ব দিয়ে এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যকে বিবেচনায় রেখে নদী সংরক্ষণে প্রকল্প গ্রহণ করা। নদী রক্ষায় প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করা। নদী অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ