বৈকালী সংঘ আয়োজিত হকি টুর্নামেন্টের সমাপনী, বিজয়ী মিক্স রোজ, রানার্সআপ অ্যামেচার

আপডেট: মার্চ ১৮, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


১৫ দিনব্যাপি তারুণ্যের উৎসবে উল্লাসে হকি টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টের আয়োজন করে বৈকালী সংঘ। এ আসরে মিক্স রোজ দল বিজয়ী হয়েছে। রানার্সআপ হয়েছে অ্যামেচার দল।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। বিজয়ী ও রানার্সআপ টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা ও সংগঠনটির কোচ ও সাবেক জাতীয় দলের খেলোয়ার আশরাফুল ইসলাম শিশু বলেন, খেলোয়াড়দের দক্ষতা যাচাইয়ের জন্য এ টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে। যাতে এখান থেকে দক্ষ খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলতে পারে এবং দেশের ক্রীড়াঙ্গনকে অগ্রগতি করার জন্য ভূমিকা রাখতে পারে।

তারা বলেন, রাজশাহী বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানে হকি খেলোয়াড়ের চর্চা হয় না। কারণ হকি খেলোয়াড়কে এগিয়ে নেওয়ার জন্য যারা নেতৃত্ব দিচ্ছেন তারা মূলত খেলোয়াড় নয়। তারা খেলোয়াড়দের দক্ষতাকে মূল্যায়ন করেন না। যার ফলে তারা এ খেলাটিকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ। হকি খেলাকে বাঁচিয়ে রাখতে সঠিক নেতৃত্ব নিয়ে আসা হোক এবং খেলার জন্য রাজশাহীতে উপযুক্ত মাঠ তৈরি করে খেলোয়াড়দের হকি খেলার সুযোগ করে দেওয়া হোক।

সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৈকালী সংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, হকি টুর্নামেন্টের আহ্বায়ক এসএম সালাহ্ উদ্দীন (রতন), যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন হালিমসহ কোচ, খেলোয়াড়রা।
গত ৩ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১১ টি দলের ১০৪ জন খেলোয়াড়। খেলোয়াড়দের মধ্যে থেকে এবছরের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ