বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট: জুলাই ১৮, ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :


নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক পোল থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরিফ হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলা বনপাড়া পৌর শহরের পশ্চিম মালিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আরিফ উপজেলা মাঝগাঁও গ্রামের আবু তাহেরের ছেলে।

পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মনির বলেন, পশ্চিম মালিপাড়া গ্রামে বিদ্যুতের খুটির নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার ও পরিচয় সনাক্ত করে।

একই সাথে লাশের পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তার কাটার প্লাশ, পোলে উঠার রড, দড়ি ইতত্যাদি সরঞ্জাম উদ্ধার করা হয়। এতে ধারনা করা হচ্ছে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে উঠলে শর্ট সার্কিটে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আরিফ।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ