শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নিখোঁজের ছয় দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও খুলনা সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী কদরুল হাসানকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে খুলনা নগরের লবণচরার দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় বলে জানান লবণচরা থানার ওসি পলাশ কুমার দাস।
এর আগে বৃহস্পতিবার কদরুল হাসান নগরের সোনাডাঙ্গার সোনারবাংলা গলির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
ওসি পলাশ বলেন, ছয় দিন তিনি কোথায়, কী অবস্থায় ছিলেন, তা এখনও জানা যায়নি। উদ্ধারের পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কদরুল হাসান এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ।
এর আগে নিখোঁজের ঘটনায় কদরুলের স্ত্রী সাঈদা খাতুন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তার সন্ধান চেয়ে স্বজন ও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেন।
সোমবার বিকালে নগরের ময়লাপোতা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে কদরুলের খোঁজ চেয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
তথ্যসূত্র: বিডিনিউজ