বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বোমা হামলার হুমকির মুখে রাশিয়ার রাজধানী মস্কোয় তিনটি রেলস্টেশন থেকে প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নিয়েছে পুলিশ। দেশটির সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
তিনটি রেলওয়েস্টেশনই একই মস্কো স্কয়ারে অবস্থিত। স্পুটনিক বার্তা সংস্থা জানিয়েছে, ফোন কলের মাধ্যমে কাজানস্কি ও লেনিনগ্রাদস্কি রেলস্টেশনে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেখান থেকে কয়েক হাজার মানুষ সরিয়ে নেয়া হয়। এছাড়া, ইয়ারোস্লোভস্কি রেলস্টেশন থেকে সরানো হয় অন্তত সাড়ে সাতশ’ মানুষকে।
মস্কোর কেন্দ্রস্থলে তোলা ছবিতে দেখা গেছে, রেলস্টেশনগুলোর প্রবেশপথ এবং বেরোনোর পথগুলো কড়া পুলিশ পাহারার মধ্য দিয়ে ঘিরে রাখা হয়েছে।
তাস বার্তা সংস্থা জানায়, কাজানস্কি ও লেনিনগ্রাদস্কি এবং ইয়ারোস্লাভোস্কি তিনটি রেলস্টেশনেই বোমার খোঁজে কুকুর নামানোর পরিকল্পনা নেয় পুলিশ। তবে স্টেশনগুলোতে কোনও বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাশিয়ার পুলিশ কর্মকর্তারা।- বিডিনিউজ