বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে বোয়ালিয়া লেডিস ক্লাবের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের ১০৭টি পরিবারের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে পবা উপজেলার কাশিয়াডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনারের সহধর্মিণী ও বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি দিলসাদ জাহান।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি অভিজিত সরকার এঁর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের সহধর্মিণী ও বোয়ালিয়া লেডিস ক্লাবের সহ-সভাপতি আসমা আখতার।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সহধর্মিণী ও বোয়ালিয়া লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহধর্মিণী ও বোয়ালিয়া লেডিস ক্লাবের কোষাধ্যক্ষ সুস্মিতা চৌধুরী, স্থানীয় সরকার উপপরিচালকের সহধর্মিণী মোয়াল্লেমা খাতুনসহ বোয়ালিয়া লেডিস ক্লাবের সদস্যবৃন্দ।