বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় শিক্ষা সপ্তাহে বোয়ালিয়ায় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমি। একই সাথে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন অ্যাকাডেমির রাজেন্দ্রনাথ সরকার।
সোমবার (২৯ মে) অ্যাকাডেমি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগেও রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু অ্যাকাডেমি জেলা পর্যায়ে দুবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। এবং প্রধান শিক্ষকও থানা পর্যায়ে তিনবার ও জেলা পর্যায়েও তিন বার নির্বাচিত হয়েছিলেন।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অ্যাকাডেমির শিক্ষক-কর্মচারি অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তারা আনন্দিত ও গর্বিত।