বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বোয়ালিয়া লেডিস ক্লাবের উদ্যোগে ক্লাবের নবাগত সভাপতি ও বিভাগীয় কমিশনারের সহধর্মিণী ডা. শারমীন হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় বোয়ালিয়া লেডিস ক্লাবের হলরুমে সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহী বোয়ালিয়া লেডিস ক্লাবের সভাপতি ও বিভাগীয় কমিশনারের সহধর্মিণী ডা. শারমীন হোসেনকে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজশাহীর সহধর্মিণী ও বোয়ালিয়া লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবা চৌধুরী এঁর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী ও বোয়ালিয়া লেডিস ক্লাবের নির্বাহী সহ-সভাপতি তাহমিনা রহমান শিশির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সহধর্মিণী মাহফুজা চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) সহধর্মিণী সেলিনা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহধর্মিণী সুস্মিতা চৌধুরী।