সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ৮০টি যাত্রীবাহী উড়োজাহাজ কেনার ব্যাপারে চুক্তি সই করেছে।
বিবিসি বলছে, চুক্তি অনুযায়ী ১০ বছরের মধ্যে ৫০টি ৭৩৭ ম্যাক্স ৮, ১৫টি ৭৭৭-৩০০ ইআরএস এবং ১৫টি ৭৭৭-৯এস জেট উড়োজাহাজ ইরানকে সরবরাহ করবে বোয়িং। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সবচে বড় চুক্তি এটিই। বর্তমান বাজারমূল্য অনুযায়ী ১৬.৬ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বোয়িং। এই চুক্তি যুক্তরাষ্ট্রের সরকার অনুমোদন করেছে।
চুক্তি অনুযায়ী ২০১৮ সালে উড়োজাহাজের প্রথম চালান হস্তান্তর করতে হবে। চলতি বছরের জুনে দুই পক্ষের মধ্যে প্রথম সমঝোতা চুক্তি সই হয়। এটি বাস্তবায়িত হলে ইরানের ক্রমবর্ধমান বাণিজ্যিক বিমান পরিবহন চাহিদা পূরণে সহায়তা করবে এবং ইরানের রাষ্ট্রীয় এই খাতটি আরো আধুনিক হবে।
চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সরকার বোয়িং এবং এর ইউরোপীয় অন্যতম প্রতিদ্বন্দ্বী এয়ারবাসকে ইরানের কাছে উড়োজাহাজ বিক্রির বিষয়টি অনুমোদন করে।- বিডিনিউজ