রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে গতকাল সোমবার সকাল ১০টায় মেধার ভিত্তিতে শিশু হতে নবম শ্রেণি পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও নেপথ্য রবীন্দ্র সংগীত ‘এসো এসো আমার ঘরে এসো’ এই গানটির মাধ্যমে বরণ করে নেয়া হয়।
এ সময় নবাগত শিক্ষার্থীদের মাঝে ফুল ছাড়াও চকলেট বিতরণ করা হয়। তাদের মধ্যে নব উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমাদের লক্ষ্য বিশ্বমানের সুনাগরিক হওয়া এই মন্ত্রে নিজেদেরকে গড়ে তুলতে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। প্রাত্যহিক সমাবেশের পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ গোলাম মাওলা, সহকারী প্রধান শিক্ষক ও সকল শিক্ষক-কর্মচারি।