ব্যবসার জন্য ট্রাম্পের চেয়ে হ্যারিস ভালো

আপডেট: আগস্ট ১৫, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্বব্যাপী এই দুই প্রার্থীকে নিয়ে বিভিন্ন বিশ্লেষণ চলছে।

ব্যবসায়িক ক্ষেত্রে এই দুই প্রার্থীর মধ্যে কে বেশি উপযোগী হবেন, তা নিয়ে জাপানে একটি জরিপ পরিচালনা করেছে সংবাদমাধ্যম রয়টার্স। এই জরিপে অধিকাংশ জাপানি কোম্পানি কমলা হ্যারিসকে ট্রাম্পের তুলনায় ভালো প্রার্থী হিসেবে বিবেচনা করেছে।

জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং দুই দেশের মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য অংশীদারত্ব।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, ৪৩ শতাংশ জাপানি কোম্পানি কর্পোরেট কৌশল ও ব্যবসার ক্ষেত্রে কমলা হ্যারিসকে পছন্দ করছে, যেখানে মাত্র ৮ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানিয়েছে।

অন্যদিকে, ৪৬ শতাংশ প্রতিষ্ঠান মনে করছে, দুই প্রার্থীই ভালো হবে, যদিও ৩ শতাংশ মনে করে, তাদের মধ্যে কেউই উপযুক্ত নয়।

জরিপে অংশ নেওয়া একটি সিরামিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানেজার মন্তব্য করেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে নতুন করে বাণিজ্য যুদ্ধের পাশাপাশি নিরাপত্তা হুমকির আশঙ্কা তৈরি হতে পারে।

ট্রাম্পের শাসনামলে জাপানের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, যার প্রধান কারণ ছিল বাণিজ্য উত্তেজনা এবং ট্রাম্পের সামরিকখাতে আরও সহায়তার দাবি।

একটি কেমিক্যাল কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, কমলা হ্যারিসের নেতৃত্বে বর্তমান নীতিগুলো বহাল থাকার সম্ভাবনা বেশি, যা ভবিষ্যতে আরও ভালো ফলাফল এনে দিতে পারে।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ